সালাম মুর্শেদীর ২২ কোটি টাকার কর ফাঁকি
বিজবার্তা রিপোর্ট
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৫

সাবেক সংসদ সদস্য ও শিল্প উদ্যোক্তা আব্দুস সালাম মুর্শেদীর কর ফাঁকি উদ্ঘাটন করেছে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট।
২২ কোটি টাকার আয়করফাঁকি স্বীকার করে এর মধ্যে তিন কোটি টাকা পরিশোধও করেছেন সাবেক জাতীয় দলের এই ফুটবলার। বাকি টাকা পরিশোধ না করায় তার ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এই তদন্ত সংস্থা।
এনবিআর সূত্র জানায়, ব্যাংকে তার বিপুল পরিমাণ এফডিআর পাওয়া গেছে, যা তিনি রির্টানে দেখাননি। এই এফডিআরের কোনো বৈধ আয় তিনি দেখাতে পারেননি। ফলে এফডিআরের সেই টাকার উপর জরিমানাসহ প্রায় ২২ কোটি টাকার করফাঁকি পাওয়া গেছে।
যার মধ্যে করফাঁকি স্বীকার করে আগস্ট মাসে ৩ কোটি টাকা জমা দিয়েছেন। বাকি টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েও তিনি পরিশোধ করেননি। সেজন্য আগস্ট মাসের শেষ সপ্তাহে সালাম মুর্শেদীর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।
- বিলস চেয়ারম্যান হাবিবুর রহমান, মহাসচিব নজরুল ইসলাম
- ত্রাণ তহবিলে ইসলামী ব্যাংকের কম্বল
- ইবিএল ও কানাডিয়ান ইউনিভার্সিটি সমঝোতা স্মারক
- নিহাদ কবির ফের এমসিসিআই`র সভাপতি
- ইআরএফ সভাপতি শারমীন, সম্পাদক রাশিদুল
- ভিউসনিকের ডিলার মিট অনুষ্ঠিত
- মাশরাফি গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর
- ফার্টিলাইজার এসোসিয়েশনে প্রশাসক নিয়োগ
- সালাম মুর্শেদীর ২২ কোটি টাকার কর ফাঁকি