ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৫ || ১৫ কার্তিক ১৪৩২
Biz Barta :: বিজ বার্তা
Place your advertisement here

‘ব্যবসায়ীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করি না’

বিজবার্তা রিপোর্ট

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫  


ব্যবসায়ীদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। কিন্তু কোন ব্যবসায়ীদের সঙ্গে আমরা সৌজন্য সাক্ষাত করি না। এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। বলেন, সৌজন্য সাক্ষাতের অর্থ হলো, একটা ফুল দিয়ে ছবি তুলে চলে যাওয়া।

 

বৃহস্পতিবার আন্তর্জাতিক পর্যটন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সরকারের এই নীতি নির্ধারক। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড টুরিজম ফেয়ার (বিটিটিএফ) নামে এই মেলা আয়োজিত হচ্ছে।

 

লুৎফে সিদ্দিকী আরও বলেন, নীতি নির্ধারকদের সমন্বয়ে কমিটি গঠন করা আছে। ওই কমিটিতে যেসব বিষয় আলোচনা হয়, সেগুলো তখনই নিষ্পত্তির চেষ্টা করা হয়। যেসব বিষয়ে নীতিগত কোনো পরিবর্তন প্রয়োজন হয়, সেগুলোও ওই সভা থেকেই এগিয়ে নেয়ার চেষ্টা করা হয়।

 

তিনি জানান, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে পরিবর্তিত হচ্ছে অন্য অনেক খাত। কিন্তু পর্যটন এমন একটি খাত, যা এখনো মানুষের সেবার ওপর নির্ভরশীল। সিঙ্গাপুরের মতো দেশ, যাদের তেমন ঐতিহ্যবাহী সম্পদ নেই, তারাও বিপুলসংখ্যক পর্যটক আকর্ষণ করছে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়মা শাহীন সুলতানা।

 

সমাপনী বক্তব্য দেন টোয়াবের সভাপতি মো. রাফেউজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সাফিকুর রহমান, বাংলাদেশ টুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নুজহাত ইয়াসমিন, ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশের অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসান ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নায়লা আহমেদ।


Place your advertisement here
Place your advertisement here
Place your advertisement here