ঢাকা, ০৭ নভেম্বর, ২০২৫ || ২২ কার্তিক ১৪৩২
Biz Barta :: বিজ বার্তা
Place your advertisement here

অকার্যকর ৫ ব্যাংক; কাজ শুরু করেছে প্রশাসক

বিজবার্তা রিপোর্ট

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫  


অকার্যকর হওয়া ৫ ব্যাংকে কাজ শুরু করেছে প্রশাসক। কোন কৌশলে উত্তরণ সম্ভব তা খতিয়ে দেয়া হচ্ছে। তবে, ব্যাংকগুলোর শাখায় ভীড় করছে গ্রাহক। জমাকরা অর্থ তুলতে বাড়ছে দুশ্চিন্তা। আপাতত এ মাসের শেষে সর্বোচ্চ ২ লাখ টাকা দেবার সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

 

আর্থিকভাবে দুর্বল পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংককে বুধবার অকার্যকর ঘোষণা করে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হচ্ছে এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক।

 

ব্রিফিং-এ ব্যাংকগুলোর বর্তমান আর্থিক অবস্থা পর্যালোচনায় দেখা গেছে, পুঁজিঘাটতি ও অনিয়মের কারণে এগুলো টেকসইভাবে পরিচালনা সম্ভব হচ্ছে না। তাই প্রশাসক নিয়োগ দিয়ে এই ব্যাংকগুলো চালানো হবে। ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে না; গ্রাহকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে।

 

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে স্পষ্ট করা হয়, প্রশাসকরা বাংলাদেশ ব্যাংকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ব্যাংকগুলোর পুনর্গঠন ও কার্যক্রম পুনরুদ্ধারে কাজ করবেন। কোনও কর্মকর্তা-কর্মচারীকে ছাঁটাই করা হবে না; তারা আগের মতোই বেতন-ভাতা পাবেন।

 

কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যে এসব ব্যাংকের আর্থিক অবস্থার স্বচ্ছতা আনতে বিশেষ অডিট শুরু করেছে। প্রয়োজন হলে ভবিষ্যতে একীভূতকরণ বা পুনর্গঠনের বিকল্প ব্যবস্থাও নেওয়া হতে পারে। একীভূত হওয়া পাঁচ ব্যাংকের আমানতকারীরা চলতি মাসের শেষ নাগাদ পর্যায়ক্রমে টাকা তুলতে পারবেন।

 

সরকার পরিবর্তন হলেও ভয় নেই জানিয়ে বাংলাদেশ ব্যাংক নিশ্চিত করেছে, এটি সবচেয়ে শক্তিশালী ব্যাংক হবে। কারণ এর মূলধন দাঁড়াবে ৩৫ হাজার কোটি টাকা।

 

একীভূত হওয়া ৫ ব্যাংকের মোট সম্পদ ২ লাখ ২৯ হাজার ৯৬ কোটি টাকা। বিতরণকৃত ঋণের পরিমাণ ১ লাথ ৯২ হাজার ৯০৩ কোটি টাকা। মোট আমানত ১ লাখ ৫৩ হাজার ১৫৪ কোটি টাকা। খেলাপি ঋণের হার ৭৬ শতাংশ।

 

ব্যাংকগুলো মোট শাখার সংখ্যা ৭৬১টি। মোট কর্মী ১৮ হাজার ৮১ জন। ৫ ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি ৯৮ শতাংশ খেলাপি ইউনিয়ন ব্যাংকের। এর পর ৯৭ শতাংশ ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক। ৯৫ শতাংশ খেলাপি গ্লোবাল ইসলামী ব্যাংকের। 


Place your advertisement here
Place your advertisement here
এই বিভাগের আরো খবর
Place your advertisement here