সবজির দামে স্বস্তি নেই
বিজবার্তা রিপোর্ট
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৫

কোন ভাবেই নিয়ন্ত্রণে আসছে না সবজির দাম। বেগুন, সিম, বরবটি থেকে শুরু করে টমেটো- স্বল্প আয়ের মানুষের নাগালের বাইরে সব সবজির দাম।
বৃষ্টি ও বন্যার কারণে বাড়ছে দাম। এমন দাবী করা হলেও, কয়েকদিন টানা বৃষ্টি নেই। তারপরও কমছে না সবজির দামের উত্তাপ। ক্রেতার পছন্দের সবজি বেগুন। লম্বা এবং গোল- দুই ধরণের বেগুনেরই আছে আলাদা চাহিদা। তবে, বেশ কয়েকদিন ধরেই নাগালে নেই দাম।
রাজধানীর পলাশী ও হাতিরপুল বাজারে গিয়ে দেখাযায়, এককেজি গোল বেগুনের কেজি ১৬০ থেকে ১৮০ টাকা। আর লম্বা বেগুন কিনতে লাগছে ১০০ টাকা। ঝিঙ্গা'র কেজি এখন ৮০ থেকে ১০০ টাকা।
লাউ, বরবটির দামও চড়া। ৮০ টাকার কমে মিলছে না একেকটি লাউ। আর বরবটির কেজি ১০০। টমেটোর গায়ে হাত দেয়া কঠিন। কেজিপ্রতি ভারতীয় টমেটোর মূল্য ১৫০ টাকা। করলার কেজি ১০০ আর সিম কিনতে লাগছে ১৮০ টাকা।
মুলার কেজি ৮০ টাকা। ঢেড়স বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে। সশার কেজি ৭০-৮০ টাকা। এককেজি ধুন্দল কিনতে লাগবে ৮০ থেকে ৯০ টাকা।
কাঁচামরিচের দাম ক্রেতার নাগালে আসেনি। এককেজির দাম ১৮০ থেকে ২০০ টাকা। ভারত থেকে আসছে পেঁয়াজ। কিন্তু দামে তার কোন প্রভাব নেই। মিশ্রজাতের দেশি পেঁয়াজের কেজি এখনও ৮০ টাকা। আর ফরিদপুর ও পাবনার পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজিদরে।
ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টি ও বন্যার কারণে ফসল নষ্ট হয়েছে। তাই বাজারে সবজির সরবরাহ কমেছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেশি। অন্যদিকে বৃষ্টির দোহাই দিয়ে অতিমুনাফার প্রবণতাও লক্ষ্য করা গেছে কিছু ক্ষেত্রে।
ক্রেতারা বলছেন, দীর্ঘদিন ধরে সবজির দামের এমন উর্দ্ধগতিতে নিদিষ্ট আয়ের মানুষদের বেসামাল অবস্থা। আয় না বাড়লেও ব্যয় বৃদ্ধির কারণে হিমশীম অবস্থা।
- হাতের নাগালে নেই স্বর্ণ
- পেঁয়াজ নিয়ে কারসাজি, আমদানি উন্মুক্ত করতে পরামর্শ
- পেঁয়াজের জন্য...
- কম দামে তিন পণ্য নিয়ে আসছে টিসিবি
- জনসনের পাউডার পরীক্ষা করবে বিএসটিআই
- লিটারে খোলা তেলের দাম কমবে ২ টাকা
- আবার পেঁয়াজে ঝাঝ, এবার কারণ মিয়ানমার
- বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতায় পেছাল বাংলাদেশ
- প্রণোদনা প্যাকেজের টাকা পায়নি ৭২% প্রতিষ্ঠান
- নির্বাচনী বোর্ড গঠন করেছে বিজিএমইএ
- গামেন্টস খাত তদারকিতে উচ্চ পর্যায়ের কমিটি
- পেঁয়াজের বাজারে নৈরাজ্য
- ২২ দিন ইলিশ ধরা বন্ধ
- পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করল ভারত
- স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত