ঢাকা, ১৪ ডিসেম্বর, ২০২৫ || ৩০ অগ্রাহায়ণ ১৪৩২
Biz Barta :: বিজ বার্তা
Place your advertisement here

হাদিকে গুলি : ফয়সাল মাসুদের ব্যাংক হিসাব জব্দ

বিজবার্তা রিপোর্ট

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫  


ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সন্দেহভাজন হামলাকারী ফয়সাল করিম মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ ছাড়া তাঁর আইটি প্রতিষ্ঠান অ্যাপল সফট আইটি লিমিটেডের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে।

 

আজ রোববার সকালে ব্যাংক হিসাব জব্দের চিঠি সব ব্যাংকে পাঠিয়েছে, এনবিআরের সেন্ট্রাল ইন্টলিজেন্স সেল বা সিআইসি।

 

এনবিআর সূত্র জানায়, ফয়সালের ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেনের প্রাথমিক সত্যতা মিলেছে। ব্যবসার অর্থ ছাড়াও বড় অংকের অর্থ লেনদেন হয়েছে বলে নিশ্চিত করেছে এনবিআর।

 

গেল শুক্রবার রাজধানীর পল্টনে বক্স কালভার্ট রোড দিয়ে রিকশায় যাওয়ার সময়ে মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি করা হয়। তিনি বর্তমানে বেসরকারি একটি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।

 

চাঞ্চল্যকর ওই গুলির ঘটনায় এখনো সরাসরি জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি। যদিও গুলিতে ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছেন তদন্তকারীরা। পুলিশ সূত্র জানায়, ওসমান হাদিকে যে মোটরসাইকেল থেকে গুলি করা হয়, সেটির মালিক সন্দেহে আবদুল হান্নান নামের এক ব্যক্তিকে রাজধানীর পল্টন থানায় সোপর্দ করা হয়েছে।

 

ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন একজনকে শনাক্ত করেছে পুলিশ। বলা হচ্ছে, ওই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাঁর ব্যাপারে তথ্য দিতে সবাইকে অনুরোধ জানিয়েছে ডিএমপি।

 


Place your advertisement here
Place your advertisement here
Place your advertisement here