ঢাকা, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ || ২৮ ভাদ্র ১৪৩২
Biz Barta :: বিজ বার্তা
Place your advertisement here

শেখ হাসিনার ব্যাংক লকার খুলবে কে?

বিজবার্তা রিপোর্ট

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫  


সেনাকল্যাণ ভবন। পূবালী ব্যাংক মতিঝিল শাখা। ওই শাখাতেই আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লকার। সেই লকারের চাবি দুটি। ব্যাংকের কাছে একটি, শেখ হাসিনার কাছে আছে অন্যটি।

 

সেই লকারের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআরের কেন্দ্রিয় গোয়েন্দা সেল, সিআইসি। বুধবার সকালে লকারটি জব্দ করা হয়। সিআইসির মহাপরিচালক আহসান হাবীব এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, লকার নম্বর ১২৮।

 

শুধু লকারই নয়। পাওয়া গেছে এফডিআর ও জমাকৃত অর্থ। পূবালী ব্যাংকের ওই শাখায় শেখ হাসিনার নামে মিলেছে দুটি ব্যাংক হিসাব। শেখ হাসিনার নামে আছে ১২ লাখ টাকার এফডিআর। আরেকটি তাঁর বোন শেখ রেহেনার সঙ্গে যৌথ নামের হিসাবে আছে ৪৪ লাখ টাকা। ওই দুটি হিসাবে মোট ৫৬ লাখ টাকার সন্ধান পেয়েছেন সিআইসি। নিষিদ্ধ করা হয়েছে টাকা উত্তোলন।

 

প্রশ্ন হচ্ছে এই লকার খুলবে কে? খোলার প্রক্রিয়াই বা কি? বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী বলেন, মৃত ব্যক্তির লকার খোলার নীতিমালা থাকলেও জব্দ লকার খোলার বিষয়ে ব্যাংক কোম্পানি আইনে কিছু নেই। জব্দকারী সংস্থাকে নিজস্ব আইন অনুসরণ করেই তা খুলতে হবে।

 

এনবিআর সিআইসির মহাপরিচালক আহসান হাবীব বলেন, আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই লকার খুলতে হবে। ব্যাংক যদি শেখ হাসিনার অনুপস্থিতে এই লকার খোলো, তাহলে বেআইনী হবে।

 

অপরদিকে, বিকেলে একটি অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেছেন, পূবালী ব্যাংকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার লকার ইস্যুতে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গোয়েন্দারা কাজটি করছে গোপনীয়ভাবে।

 

গেল বছর ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান। এরপর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের কর ফাঁকি ও দুর্নীতির তদন্তে নামে। এর অংশ হিসেবে এনবিআর শেখ হাসিনার লকার জব্দ করেছে।

 

শেখ হাসিনার এফডিআর, আমানত, লকারসহ সম্পদের তথ্য জানতে সিআইসি থেকে দেশের ৬৫টি ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়। চিঠির মাধ্যমে শেখ হাসিনা ও তার পরিবারের নামে ব্যাংকে অনুমোদিত লকার এবং সম্পদের তথ্য জানতে চায়।

 

ধারণা করা হচ্ছে ব্যাংকের লকারে রাখা গোপন তথ্য সম্বলিত ফাইল, মূল্যবান দলিল এবং অলঙ্কার, ধাতব সম্পদ থাকতে পারে।


Place your advertisement here
Place your advertisement here
এই বিভাগের আরো খবর
Place your advertisement here