ঢাকা, ১০ নভেম্বর, ২০২৫ || ২৬ কার্তিক ১৪৩২
Biz Barta :: বিজ বার্তা
Place your advertisement here

পে স্কেল বাস্তবায়ন করবে আগামী সরকার

বিজবার্তা রিপোর্ট

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫  


সরকারি কর্মচারীদের নতুন পে কমিশন কার্যকরের বিষয়ে সিদ্ধান্ত নেবে আগামী সরকার। এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

 

রোববার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এবং অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

 

জানান, চালের দাম মোটামুটি সহনীয়। তবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি যাতায়াত ও বাড়িভাড়া বেড়েছে। বর্তমানে দুই বছরের বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান। এতে মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে নতুন বেতনকাঠামো নির্ধারণে নতুন পে কমিশন গঠন করা হয়

 

গেল ২৭ জুলাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠন করা হয়। ২০১৫ সালের পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বেতন-ভাতা পান।

 

সালেহউদ্দিন জানান, ৩০ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু করবে সরকার। এবার প্রতি কেজি ধান ৩৪ টাকা, আতপ চাল ৪৯ টাকা ও সেদ্ধ চাল ৫০ টাকা কেজি দরে সংগ্রহ করা হবে। ৫০ হাজার মেট্রিক টন ধান ও আতপ চাল আর ৬ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল সংগ্রহ করবে সরকার।


Place your advertisement here
Place your advertisement here
Place your advertisement here