ঢাকা, ০৫ সেপ্টেম্বর, ২০২৫ || ২১ ভাদ্র ১৪৩২
Biz Barta :: বিজ বার্তা
Place your advertisement here

মাছের দাম চড়া, এককেজির ইলিশ ২৫০০ টাকা

বিজবার্তা রিপোর্ট

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৫  


ক্রেতার নাগালে নেই মাছ। দেশি মাছের দাম সবচেয়ে বেশি। চাষের মাছের দাম তুলনামূলক কিছুটা কম। স্বল্প আয়ের মানুষের নাগালে নেই ইলিশ।

 

রাজধানীর হাতিরপুল ও পলাশী বাজার ঘুরে দেখাযায়, মাছে সরবরাহ স্বাভাবিক। কিন্তু দাম নাগালে নেই। চাষের চিংড়ির কেজি ১ হাজার টাকার বেশি। দেশি বোয়াল কিনতেও লাগছে হাজার টাকা। টেংড়া ৬০০ থেকে ৯০০ আর কাজলী মাছের জন্য গুণতে হচ্ছে ১০০০ টাকা।

 

বড় সাইজের কাতল মাছের কেজি ৬০০ টাকা। ছোট ও মাঝারি আড়ারের রুই এবং কাতলের কেজি ৪০০ টাকার মধ্যে। আইর মাছের কেজি ৭০০ থেকে ৯০০ টাকা। বেলে, কোরাল, বাইম মাছের দাম আকাশ চুম্বি। এসব মাছের কেজি ৮০০ থেকে ১০০০ টাকার মধ্যে।

 

তবে, মাঝারি সাইজের চাষের কই ও পাবদার কেজি ৩০০ থেকে ৪০০ টাকা।

 

ইলিশ মাছের দাম আগের মতোই চড়া। এককেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৫শ' টাকায়। ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ মাছ তেমন পাওয়া যাচ্ছে না। যাও মিলছে, কেজিপ্রতি দাম ১২০০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কমের প্রভাব পড়েছে বাজারে।

 

বিক্রেতারা বলছেন, ইলিশ মাছের দাম বৃদ্ধির কারণে অন্যান্য মাছের দামে অস্থিরতা দেখা দিয়েছে। পানি কমতে থাকলে মাছ ধরা পড়বে বেশি।


Place your advertisement here
Place your advertisement here
Place your advertisement here