ঢাকা, ৩১ জুলাই, ২০২৫ || ১৬ শ্রাবণ ১৪৩২
Biz Barta :: বিজ বার্তা
Place your advertisement here

ফার্টিলাইজার এসোসিয়েশনে প্রশাসক নিয়োগ

বিজবার্তা রিপোর্ট

প্রকাশিত: ২৮ জুলাই ২০২৫  


বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন, বিএফএ-তে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাতিল করা হয়েছে আগের পরিচালনা পর্ষদ।

 

প্রশাসকের দায়িত্ব পেয়েছে মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুস্তাফিজুর রহমান। গেল ২৪ জুলাই এ সংক্রান্ত অফিস আদেশ দেয়া হয়।

 

ওই আদেশে বলা হয়, ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের বর্তমান কমিটি সংগঠনটিতে কেন প্রশাসক নিয়োগ করা হবে না-সে মর্মে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। কিন্তু সন্তোষজনক কোনো জবাব পাওয়া যায়নি।

 

ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও নির্বাহী সচিব এর পরস্পর বিরোধী বৈরী লিখিত বক্তব্য পায় মন্ত্রনালয়। এতে প্রতীয়মান হয় যে, সংগঠনটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

 

দেশে সার উৎপাদনকারী, আমদানিকারক ও ডিলাররা আতঙ্কের মধ্যে আছেন বলেও ওই আদেশে বলা হয়।

 

যে কারণে অ্যাসোসিয়েশনের কার্যক্রম সঠিকভাবে পরিচালিত করার জন্য বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা মোতাবেক সংগঠনটির পুনর্গঠিত পরিচালনা পর্ষদ বাতিল করে সরকারের অনুমোদনক্রমে প্রশাসক নিয়োগ করা হলো।

 

এ প্রশাসক ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।


Place your advertisement here
Place your advertisement here
Place your advertisement here