লিটারে খোলা তেলের দাম কমবে ২ টাকা
বিজবার্তা রিপোর্ট :
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২০
খোলা ভোজ্য তেলের দাম লিটারে কমছে দুই টাকা। বৃহস্পতিবার সকালে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী জানান, ‘এমআরপি তেলের উপর আছে আমরা যেটা বলেছি ওই দামটা যেন ঠিক থাকে তা যেন বাড়তি না হয়। লুজ তেলটার যে দাম তা থেকে দুই টাকা কমানোর প্রতিশ্রুতি দিয়েছে উৎপাদক ও ব্যবসায়ীরা।’
মন্ত্রী জানান, বিশ্ব বাজারে তেলের দামটা বেড়েছে। আমদানি করতে হয় তাই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেলে আমরাও সেই পথের পথিক হই, সেখানে সমস্যাটা। তারপরও চাপ দিয়েছি তারা ২ টাকা করে প্রতি লিটার কমানোর আশ্বাস দিয়ে গেছে।
রাজধানীতে প্রতি লিটার লুজ সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৯৮ টাকায়। টিসিবির তথ্য বলছে, এক মাসের ব্যবধানে এই তেলের দাম বেড়েছে সাড়ে ৪ ভাগ। আর এক বছরের ব্যবধানে দাম বৃদ্ধির হার প্রায় ১৭ ভাগ। আর লিটারপ্রতি পাম তেলের দাম ৮৪ টাকা। এক মাসের ব্যবধানে দাম বেড়েছে ৭ ভাগ। আর বছরে দাম বেড়েছে ৩৫ ভাগ।
- হাতের নাগালে নেই স্বর্ণ
- পেঁয়াজ নিয়ে কারসাজি, আমদানি উন্মুক্ত করতে পরামর্শ
- পেঁয়াজের জন্য...
- কম দামে তিন পণ্য নিয়ে আসছে টিসিবি
- জনসনের পাউডার পরীক্ষা করবে বিএসটিআই
- লিটারে খোলা তেলের দাম কমবে ২ টাকা
- আবার পেঁয়াজে ঝাঝ, এবার কারণ মিয়ানমার
- বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতায় পেছাল বাংলাদেশ
- নির্বাচনী বোর্ড গঠন করেছে বিজিএমইএ
- পেঁয়াজের বাজারে নৈরাজ্য
- স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত
- গামেন্টস খাত তদারকিতে উচ্চ পর্যায়ের কমিটি
- ২২ দিন ইলিশ ধরা বন্ধ
- পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করল ভারত
- প্রণোদনা প্যাকেজের টাকা পায়নি ৭২% প্রতিষ্ঠান