শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১  

লিটারে খোলা তেলের দাম কমবে ২ টাকা

বিজবার্তা রিপোর্ট :

বিজ বার্তা

প্রকাশিত : ০৭:২৭ পিএম, ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

খোলা ভোজ্য তেলের দাম লিটারে কমছে দুই টাকা। বৃহস্পতিবার সকালে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী জানান, এমআরপি তেলের উপর আছে আমরা যেটা বলেছি ওই দামটা যেন ঠিক থাকে তা যেন বাড়তি না হয়। লুজ তেলটার যে দাম তা থেকে দুই টাকা কমানোর প্রতিশ্রুতি দিয়েছে উৎপাদক ও ব্যবসায়ীরা।

 

মন্ত্রী জানান, বিশ্ব বাজারে তেলের দামটা বেড়েছে। আমদানি করতে হয় তাই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেলে আমরাও সেই পথের পথিক হই, সেখানে সমস্যাটা। তারপরও চাপ দিয়েছি তারা ২ টাকা করে প্রতি লিটার কমানোর আশ্বাস দিয়ে গেছে।

 

রাজধানীতে প্রতি লিটার লুজ সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৯৮ টাকায়। টিসিবির তথ্য বলছে, এক মাসের ব্যবধানে এই তেলের দাম বেড়েছে সাড়ে ৪ ভাগ। আর এক বছরের ব্যবধানে দাম বৃদ্ধির হার প্রায় ১৭ ভাগ। আর লিটারপ্রতি পাম তেলের দাম ৮৪ টাকা। এক মাসের ব্যবধানে দাম বেড়েছে ৭ ভাগ। আর বছরে দাম বেড়েছে ৩৫ ভাগ।