ঢাকা, ১২ অক্টোবর, ২০২৪ || ২৭ আশ্বিন ১৪৩১
Biz Barta :: বিজ বার্তা
Place your advertisement here

বিলস চেয়ারম্যান হাবিবুর রহমান, মহাসচিব নজরুল ইসলাম

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৯  


বিজবার্তা রিপোর্ট : গবেষণা প্রতিষ্ঠান বিলস’র চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো: হাবিবুর রহমান সিরাজ। এছাড়া মহাসচিব পদে পূণ:নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম খান। রোববার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, আইইবি সেমিনার হলে সাধারণ সভায় বিলস’র নির্বাহী পরিষদ কমিটি নির্বাচন করা হয়।

‘তথ্য, জ্ঞান, যুক্তি, ঐক্য ও সংহতি অধিকার সুরক্ষার শক্তি’ এ স্লোগানে শুরু হওয়ায় সভায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিলস মহাসচিব নজরুল ইসলাম খান। সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও’র কান্ট্রি ডিরেক্টর তোমো পৌতিয়াইনিন ও ফ্রেডরিক-ইবার্ট-স্টিফটুং, এফইএস এর আবাসিক প্রতিনিধি টিনা ব্লোম। আরও বক্তব্য রাখেন বিলস এর ভাইস চেয়ারম্যান শিরীন আখতার, এমপি, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, স্কপ’র যুগ্ম সমন্বয়কারী কামরূল আহসান প্রমূখ।

সাধারণ সভায় অন্যান্যদের মধ্যে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন মো. মজিবুর রহমান ভূঞা, শিরীন আখতার, এমপি, আলহাজ¦ শুক্কুর মাহমুদ এবং আনোয়ার হোসাইন; যুগ্ম মহাসচিব হিসেবে নির্বাচিত হন মো: জাফরুল হাসান, ডা. ওয়াজেদুল ইসলাম খান এবং মো: সিরাজুল ইসলাম; অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হন মো: রফিকুল ইসলাম রফিক; সম্পাদক পদে নির্বাচিত হন মো: কবির হোসেন, এডভোকেট দেলোয়ার হোসেন খান, রওশন জাহান সাথী, মো: আলাউদ্দিন মিয়া, আব্দুল কাদের হাওলাদার, নুরুল ইসলাম খান নাসিম, মু. শফর আলী এবং আবুল কালাম আজাদ; নির্বাহী সদস্য পদে নির্বাচিত হন মো: কুতুব উদ্দিন আহমেদ, আব্দুল ওয়াহেদ, সাকিল আখতার চৌধুরী, উম্মে হাসান ঝলমল, বি এম জাফর, পুলক রঞ্জন ধর, নাসরিন আখতার ডিনা, কাজী রহিমা আক্তার সাথী এবং শামীম আরা।
 


Place your advertisement here
Place your advertisement here
Place your advertisement here
Place your advertisement here