ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৫ || ২৯ কার্তিক ১৪৩২
Biz Barta :: বিজ বার্তা
Place your advertisement here

দোসর দোসর শ্লোগান, বিকেএমইএ সভাপতি নাজেহাল

বিজবার্তা রিপোর্ট

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫  


নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে নাজেহাল হয়েছেন বিকেএমইর সভাপতি মোহাম্মদ হাতেম। নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠনের সভাপতিকে করা হয় অবাঞ্ছিত।

 

গেল মঙ্গলবার দুপুর ১টার দিকে কলেজ ক্যাম্পাসে উদ্যোক্তা সম্মেলনে যোগ দিলে, আওয়ামী লীগের দোসর উল্লেখ করে তাঁর বিরুদ্ধে অবস্থান নেয়, স্থানীয় ছাত্রদলের পদধারী কয়েকজন। স্টেজের সামনে সোফায় বসে থাকা মোহাম্মদ হাতেমের সামনে এসে চড়াও হয় ৮-১০ জন।

 

এক পর্যায়ে বিক্ষোভে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে আয়োজকরা নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠান বন্ধ ঘোষণা করেন এবং হাতেম অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

 

উদ্যোক্তা সম্মেলনটি আয়োজন করেছিল ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় উদ্যোক্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

 

ছাত্রদলের নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগের শাসনামলে প্রভাবশালী মহলের ঘনিষ্ঠ হয়ে ব্যবসায়িক ও প্রশাসনিক সুবিধা নিয়েছেন মোহাম্মদ হাতেম।

 

এ বিষয়ে বিকেএমইএ সভাপতি বলেন, পেশাগত কারণে উদ্যোক্তা উন্নয়ন সম্মেলনে উপস্থিত হই। একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এমন আচরণ দুঃখজনক।

 

সূত্র জানায়, এই ঘটনার পর কেন্দ্র থেকে ছাত্রদলের নেতাদের নিবৃত্ত থাকার নির্দেশ দেয়া হয়। পরে ছাত্রদলের পদধারী একাধিক নেতা ঘটনার জন্য দু:খ প্রকাশ করেন।

 

৫ আগষ্ট, ২০২৪ পরবর্তি নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে বিকেএমইএর নেতৃত্বে আসেন মোহাম্মদ হাতেম।


Place your advertisement here
Place your advertisement here
Place your advertisement here