ইন্সটাগ্রামে করা যাবে শপিং পেমেন্ট
বিজবার্তা রিপোর্ট :
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫

আরও একধাপ সহজ হলো কেনাকাটা। অন্যান্য মাধ্যমের সঙ্গে এখন থেকে কেনাকাটায় অর্থ পরিশোধে পেমেন্ট মাধ্যম হবে ইন্সটাগ্রামও।
বিজনেস একাউন্ট থেকে সরাসরি বার্তা আদান-প্রদানের মাধ্যমে কেনাকাটায় অর্থ পরিশোধের নতুন ফিচার আনছে ইনস্টাগ্রাম। মূল প্রতিষ্ঠান মেটা এই তথ্য নিশ্চিত করেছে।
রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, অ্যাপটির ব্যবহারকারী ব্যবসায়িক অ্যাকাউন্টে বার্তা পাঠিয়ে এবং প্রয়োজনে ওই বার্তায় পছন্দসই কাস্টমাইজেশন যোগ করে সরাসরি অর্ডার দিতে পারবেন। নতুন এই ফিচারের মাধ্যমে অর্ডার করা পণ্য ‘ট্র্যাকিং’ এবং চ্যাট বক্সে বিভিন্ন প্রশ্ন করতে পারবে ব্যবহাবকারী।
এই ফিচারের মাধ্যমে মেটার নিজস্ব ই-কমার্স ব্যবসাকে বিস্তৃত করার সম্ভাবনা বেড়ে যাবে। এর আগে ২০২০ সালে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের কেনাকাটার জন্য ‘শপস’ নামে একটি ফিচার চালু করেছিল মেটা।
ইনস্টাগ্রামের এই নতুন ফিচার ব্যবহারকারীকে ‘মেটা পে’ পরিশোধ সেবার মাধ্যমে পণ্য কেনার সুযোগ দেবে বলে জানিয়েছে কোম্পানিটি।