জুলাই যোদ্ধাদের ফ্লাট প্রকল্প ফেরৎ
বিজবার্তা রিপোর্ট
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫

৩৬ জুলাই আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পটি অনুমোদন দেয়নি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের স্থায়ী বাসস্থানের জন্য উপস্থাপন করা হয় এই প্রকল্প।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-২৪ এ শহীদ পরিবারের স্থায়ী বাসস্থান প্রদানের নিমিত্ত জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব জমিতে '৩৬ জুলাই' আবাসিক ফ্ল্যাট নির্মাণ’ শীর্ষক এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৭৬১ কোটি ১৬ লাখ টাকা।
বাস্তবায়নের জন্য এর মেয়াদকাল ধরা হয়েছিল এ বছরের জুলাই থেকে ২০২৯ সালের জুন।
রোববার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন (এনইসি) কক্ষে একনেক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে বিফ্রিং করেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
পরিকল্পনা উপদেষ্টা বলেন, মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় এই প্রকল্পটি এগিয়ে নেবে। জানান, বিআরটি প্রকল্প নিয়ে তদন্ত হবে। বিআরটি (বাস র্যা পিড ট্রানজিট) প্রকল্প তদন্ত করা হবে। সম্পূর্ণ অপরিকল্পিত এবং দানবীয় এ মেগা প্রকল্পটির সংশোধনী প্রস্তাব একনেকে উপস্থাপন করা হয়। কিন্তু সেটি অনুমোদন না দিয়ে ফেরত দেওয়া হয়েছে।
পাশাপাশি কারা নকশা তৈরি করেছে। কীভাবে প্রকল্পটি নেওয়া হয়েছে। সেখানে কী কী ত্রুটি আছে, কারা দায়ী সেসব বিষয় খতিয়ে দেখা হবে।
অসংখ্য প্রকল্প থেকে ঠিকাদাররা পালিয়েছে উল্লেখ করে উপদেষ্টা জানান, কেন ও কত টাকা নিয়ে পালিয়েছে সেসব খতিয়ে দেখতে আইএমইডিকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেইসঙ্গে সরকারি কর্মকর্তারা পিডি হিসেবে কেন ঠিকাদারদের বাড়তি টাকা দিয়েছেন, কিন্তু কাজ বুঝে নেননি সেটিরও তদন্ত করা হবে।
একনেক সভায় ১২টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এগুলো বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ১৪৯ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ৮ হাজার ৫৮ কোটি, বৈদেশিক ঋণ ১৪৩ কোটি এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৫২ কোটি ৭২ লাখ টাকা ব্যয় করা হবে।
- চাল রপ্তানি বন্ধ করল ভারত
- ‘আমার অনেক সম্পদ আছে, আমি সাতজন জমিদারের নাতি’
- সংস্কার দেখতে ঢাকায় আইএমএফ কর্মকর্তা
- করজালে হাঁসফাঁস অবস্থা
- ‘অর্থনীতির চ্যালেঞ্জ সামাল দেয়া গেছে’
- ‘শ্রীলঙ্কার পরিণতি হবে না’
- কর কাঠামোতে নানা ছাড়
- অর্থের টানাপড়েনেও বড় আকাঙ্খা
- বাজেট ২০২০-২১ : অর্থের টানাপড়েনেও বড় আকাঙ্খা
- জীবন-জীবিকা পুনরুদ্ধারই বড় চ্যালেঞ্জ
- বাজেট দিলেন কে কয়বার-
- ‘কপ-২৪’ সম্মেলনে হতাশা
- বরাদ্দের শীর্ষ দশে নেই কৃষি ও সামাজিক সুরক্ষা খাত
- ‘সুদ ব্যয় সাশ্রয়ে ব্যাংক ঋণ নির্ভর সরকার’
- স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশে বিনামূল্যে ভ্যাকসিন দিন