এনজিও’র মতো দেশ চালানো যাবে না
বিজবার্তা রিপোর্ট :
প্রকাশিত: ২৪ জুলাই ২০২৫

এনজিও এবং করপোরেট প্রতিষ্ঠানের মত করে দেশ চললে বিপর্যয়ের শঙ্কা আছে বলে মন্তব্য করেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খাঁন।
বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানীতে পিআরআই আয়োজিত এক সেমিনারে তিনি এমন মন্তব্য করেন। এ সময় বাজার ভিত্তিক ঘোষণা দিয়েও ডলারের দাম নিয়ন্ত্রণের সমালোচনা করেন তিনি। বলেন, টাকাকে শক্তিশালী করলে সরকারেই লাভ। এতে ঋণ পরিশোধে সরকারের সক্ষমতা বাড়বে।
অর্থনীতির হালহকিকত বিষয়ক সেমিনারে সূচকগুলোর নানা অসঙ্গিত তুলে ধরে গবেষণা প্রতিষ্ঠান পিআরআই। এ সময় সংস্থাটির চেয়ারম্যান মন্তব্য করেন, একেক দেশে একেক শুল্কহার। এমটি আগে দেখাযায়নি। যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক নিয়ে দরকষাকষিতে সরকার দক্ষতার পরিচয় দিতে পারেনি।
এ সময় গবেষকরা তথ্য উপাত্ত দিয়ে আর্থিকখাতের নানা অব্যবস্থাপনার তথ্য তুলে ধরেন। পিআরআই এর জ্যেষ্ঠ গবেষক আশিকুর রহমান বলেন, সরকার ব্যাংক থেকে ঋণ নিয়ে সুদ পরিশোধ করছে। এ সময় রাজস্ব আহরণে এনবিআরের ভুমিকা নিয়েও প্রশ্ন তোলেন প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান ড. আব্দুল মজিদ। বলেন, কর জিডিপি’র হার কেন কম তা খুজে বের করতে হবে। সংস্কার উদ্যোগ বাস্তবায়ন দরকার।
জানান, দুই ভাবে বিভক্ত হয়েছে এনবিআর। এটি নিয়ে জটিলতা তৈরী হয়েছে। নিরসণ না করলে কাঙ্খিত রাজস্ব আদায় হবে না।
অনুষ্ঠানে মঈন খাঁন বলেন, অনেকেই অভিযোগ করার চেষ্টা করেন বিএনপি সংস্কার বিরোধী। তবে এমন ধারণা ঠিক নয়। জানান, দুই বছর আগ থেকে বিএনপি সংস্কারের কথা বলে আসছে। বলেন, রাজনৈতিক দলগুলোর কোন বক্তব্য শোনা হয়নি।
আর্থিকখাত ব্যবস্থাপনায় সরকারের সমালোচনা করেন তিনি। বলেন, মূল্যস্ফীতির হার এখন প্রায় ১০ শতাংশ। নিয়ন্ত্রণে পদক্ষেপের মধ্যে গলদ আছে। কেন্দ্রীয় ব্যাংক কেন টাকাকে শক্তিশালী হতে দিচ্ছেনা তা সরকারের কাছে জানতে চান তিনি।
বলেন, বাজারভিত্তিক বিনিময় পদ্ধতিতে টাকা কিছুটা শক্তিশালী হওয়া সরকারেরই লাভ। তাতে করে বিদেশি ঋণ পরিশোধের বোঝা খানিকটা হালকা হবে।
বিএনপি’র এই প্রবীণ নেতা বিনিয়োগ, কর্মসংস্থান, রাজস্ব আদায়সহ অর্থনীতির নানা প্রসঙ্গ সামনে আনেন।
- হাতের নাগালে নেই স্বর্ণ
- পেঁয়াজ নিয়ে কারসাজি, আমদানি উন্মুক্ত করতে পরামর্শ
- পেঁয়াজের জন্য...
- কম দামে তিন পণ্য নিয়ে আসছে টিসিবি
- জনসনের পাউডার পরীক্ষা করবে বিএসটিআই
- লিটারে খোলা তেলের দাম কমবে ২ টাকা
- আবার পেঁয়াজে ঝাঝ, এবার কারণ মিয়ানমার
- বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতায় পেছাল বাংলাদেশ
- প্রণোদনা প্যাকেজের টাকা পায়নি ৭২% প্রতিষ্ঠান
- নির্বাচনী বোর্ড গঠন করেছে বিজিএমইএ
- পেঁয়াজের বাজারে নৈরাজ্য
- গামেন্টস খাত তদারকিতে উচ্চ পর্যায়ের কমিটি
- পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করল ভারত
- ২২ দিন ইলিশ ধরা বন্ধ
- স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত