অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক : এনবিআর
বিজবার্তা রিপোর্ট
প্রকাশিত: ৩ আগস্ট ২০২৫

চার শ্রেণীর ব্যক্তিকরদাতা ছাড়া সকলের জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর।
এর আগে হাতে লিখে রিটার্ন জমার সুযোগ থাকলেও, এবার সেই সুযোগ নেই। বিজ্ঞপ্তির মাধ্যমে এনবিআর জানায়, আগামী ৪ আগষ্ট থেকে অনলাইনেই জমা দিতে হবে রিটার্ন।
তবে, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা; শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (সনদপত্র দাখিল সাপেক্ষে); বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা; মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি জন্য অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করা হয়নি।
এনবিআর জানায়, এই চার শ্রেণির করদাতারা ইচ্ছা করলে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলও করতে পারবেন।
করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ অথবা অন্য কোনো মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিস অ্যাপ ব্যবহার করে ঘরে বসেই কর পরিশোধ করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারেন।
অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার ক্ষেত্রে কোন সমস্যা হলে তা তাৎক্ষণিকভাবে সমাধানের জন্য এনবিআরের স্থাপিত কল সেন্টার এবং অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে সার্বক্ষণিক সেবা প্রদান করা হচ্ছে।
ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে স্বাভাবিক ব্যক্তি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে সমর্থ না হলে আগামী ৩১ অক্টোবরের মধ্যে সুনির্দিষ্ট যৌক্তিকতাসহ আবেদন করলে, সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্মকর কমিশনারের অনুমোদনক্রমে ওই করদাতা পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।
- চাল রপ্তানি বন্ধ করল ভারত
- ‘আমার অনেক সম্পদ আছে, আমি সাতজন জমিদারের নাতি’
- সংস্কার দেখতে ঢাকায় আইএমএফ কর্মকর্তা
- করজালে হাঁসফাঁস অবস্থা
- ‘অর্থনীতির চ্যালেঞ্জ সামাল দেয়া গেছে’
- ‘শ্রীলঙ্কার পরিণতি হবে না’
- কর কাঠামোতে নানা ছাড়
- অর্থের টানাপড়েনেও বড় আকাঙ্খা
- জীবন-জীবিকা পুনরুদ্ধারই বড় চ্যালেঞ্জ
- বাজেট ২০২০-২১ : অর্থের টানাপড়েনেও বড় আকাঙ্খা
- বাজেট দিলেন কে কয়বার-
- ‘কপ-২৪’ সম্মেলনে হতাশা
- বরাদ্দের শীর্ষ দশে নেই কৃষি ও সামাজিক সুরক্ষা খাত
- ‘সুদ ব্যয় সাশ্রয়ে ব্যাংক ঋণ নির্ভর সরকার’
- স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশে বিনামূল্যে ভ্যাকসিন দিন