ঢাকা, ১২ অক্টোবর, ২০২৪ || ২৭ আশ্বিন ১৪৩১
Biz Barta :: বিজ বার্তা
Place your advertisement here

২২ দিন ইলিশ ধরা বন্ধ

প্রকাশিত: ৮ অক্টোবর ২০১৯  


বিজবার্তা রিপোর্ট :


কয়েকদিন বেশ কম দামেই মিলেছে ইলিশ। সমুদ্র এবং নদীতে ধরা পড়েছে জাতীয় এই মাছ। কিন্তু বুধবার থেকে মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। ডিম পাড়ার মৌসুম হওয়ায় ‘মা’ মাছ সংরক্ষণে নয় অক্টোর থেকে থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ থাকবে।


এ সময়ে সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হবে বলে নির্দেশনা দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এতে বলা হয়, গণসচেতনতা সৃষ্টি করতে ‘মা-ইলিশ সংরক্ষণ অভিযান-২০১৯ উপলক্ষে ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ থাকবে।


প্রধানত আশ্বিনের পূর্ণিমার চার দিন আগে এবং পূর্ণিমার পর ১৮ দিন পর্যন্ত সময়ে মা ইলিশ ডিম ছাড়ে। সারা বছর ডিম ছাড়লেও ৮০ শতাংশ ডিম এ সময় ছাড়ে। এ সময় ইলিশ ধরার উপর নির্ভরশীল জেলেদের খাদ্য সহযোগিতা দেয় সরকার। সরকার মনে করে, মাছ ধরায় বিধিনিষেধের ফলে ইলিশ মাছের উতপাদন দ্বিগুণ হয়েছে। মতস্য খাতের অনেক পরিবর্তন হয়েছে। ইলিশ মাছের যে আকাল ছিল, এখন আর তা নেই।


সরকারের এ ধরনের পদক্ষেপের কারণে গেল ১০ বছরে ইলিশের উতপাদন বেড়েছে ৭৮ শতাংশ।
 


Place your advertisement here
Place your advertisement here
Place your advertisement here
Place your advertisement here