ঢাকা, ১২ অক্টোবর, ২০২৪ || ২৭ আশ্বিন ১৪৩১
Biz Barta :: বিজ বার্তা
Place your advertisement here

পুঁজিবাজার পরিস্থিতির উত্তরণে ‘কৌশলগত বিনিয়োগকারী’ দরকার

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮  


কেলেংকারির কারণে এখনও আস্থার সংকটে পুজিঁবাজার। ভালো বিনিয়োগকারী খুজেঁ পাওয়া যায় না। পরিস্থিতির উত্তরণে দরকার ‘স্ট্যাটেজিক পার্টনার’বা কৌশলগত বিনিয়োগকারী। এরই মধ্যে চীন, দুবাই, হংকং ও সিঙ্গাপুরের বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে দুপুরে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এমন আশ্বাস দেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. একে আবদুল মোমেন।

তিনি বলেন, কৌশলগত বিনিয়োগকারী নেয়ার জন্য ইতোমধ্যে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে আগ্রহপত্র পাওয়া গেছে। ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি স্থিতিশীল উল্লেখ করে তিনি বলেন, এখন পুজিঁবাজারে বিনিয়োগ অনেকটা নিরাপদ। বলা হয়, ঋণ নিয়ে বড় প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। তবে, বিনিয়োগের বড় উৎস হতে পারে পুজিঁবাজার। এক্ষেত্রে বিনিয়োগকারীদের আরও সতর্ক হতে কার্যকর পদক্ষেপ নেয়ার আহবান জানানো হয়।


Place your advertisement here
Place your advertisement here
Place your advertisement here
Place your advertisement here