ঢাকা, ২৭ জুলাই, ২০২৪ || ১২ শ্রাবণ ১৪৩১
Biz Barta :: বিজ বার্তা
Place your advertisement here

চাল আমদানি শুল্ক কমে ২ শতাংশ হচ্ছে

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮  


চাল আমদানি শুল্ক আরও কমে ২ শতাংশ হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

তিনি বলেন, ‘আজ ও কালকের মধ্যে আমদানি শুল্ক কমিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।’এসময় শুল্ক কমানোর কারণে চালের দাম আরও কমবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বুধবার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে খাদ্যমন্ত্রী সাংবাদিকের এ তথ্য জানান।

এর আগে দেশের ঊর্ধ্বমুখী চালের বাজার সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে চাল আমদানির উপর আরোপ করা বিভিন্ন শুল্ক ২৮ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়। এখন তা ২ শতাংশে নামিয়ে আনা হল।

এছাড়া চলতি অর্থবছরে বিদেশ থেকে ১৫ লাখ মেট্রিক টন চাল ও ৫ লাখ টন গম আমদানির সিদ্ধান্ত হয়েছে বলেও জানান কামরুল ইসলাম।

খাদ্যমন্ত্রীর সভাপতিত্বে সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


Place your advertisement here
Place your advertisement here
Place your advertisement here
Place your advertisement here