চাল আমদানি শুল্ক কমে ২ শতাংশ হচ্ছে
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮

চাল আমদানি শুল্ক আরও কমে ২ শতাংশ হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
তিনি বলেন, ‘আজ ও কালকের মধ্যে আমদানি শুল্ক কমিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।’এসময় শুল্ক কমানোর কারণে চালের দাম আরও কমবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বুধবার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে খাদ্যমন্ত্রী সাংবাদিকের এ তথ্য জানান।
এর আগে দেশের ঊর্ধ্বমুখী চালের বাজার সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে চাল আমদানির উপর আরোপ করা বিভিন্ন শুল্ক ২৮ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়। এখন তা ২ শতাংশে নামিয়ে আনা হল।
এছাড়া চলতি অর্থবছরে বিদেশ থেকে ১৫ লাখ মেট্রিক টন চাল ও ৫ লাখ টন গম আমদানির সিদ্ধান্ত হয়েছে বলেও জানান কামরুল ইসলাম।
খাদ্যমন্ত্রীর সভাপতিত্বে সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
- ‘আমার অনেক সম্পদ আছে, আমি সাতজন জমিদারের নাতি’
- সংস্কার দেখতে ঢাকায় আইএমএফ কর্মকর্তা
- ‘অর্থনীতির চ্যালেঞ্জ সামাল দেয়া গেছে’
- চাল রপ্তানি বন্ধ করল ভারত
- ‘শ্রীলঙ্কার পরিণতি হবে না’
- কর কাঠামোতে নানা ছাড়
- ‘সুদ ব্যয় সাশ্রয়ে ব্যাংক ঋণ নির্ভর সরকার’
- ‘কপ-২৪’ সম্মেলনে হতাশা
- বাজেট ২০২০-২১ : অর্থের টানাপড়েনেও বড় আকাঙ্খা
- বরাদ্দের শীর্ষ দশে নেই কৃষি ও সামাজিক সুরক্ষা খাত
- জীবন-জীবিকা পুনরুদ্ধারই বড় চ্যালেঞ্জ
- বাজেট দিলেন কে কয়বার-
- সঞ্চয়পত্রের লেনদেন সপ্তাহে দুইদিন
- অর্থের টানাপড়েনেও বড় আকাঙ্খা
- আর্থিক খাতে বড় সংস্কারের প্রতিশ্রুতি