শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১  

‘শ্রীলঙ্কার পরিণতি হবে না’ 

বিজবার্তা রিপোর্ট :

বিজ বার্তা

প্রকাশিত : ১২:০৫ এএম, ৬ এপ্রিল ২০২২ বুধবার

দেউলিয়ার পথে শ্রীলংকা। তবে, সেই পরিণতি বাংলাদেশের হবে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বলেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থা সম্পূর্ণ আলাদা। কোনো দিক থেকেই বাংলাদেশ শ্রীলঙ্কার পথে নেই।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বাংলাদেশও কি ঋণের ফাঁদে পড়ছে? যেহেতু উন্নয়ন প্রকল্প চলমান, তাই শ্রীলঙ্কার পরিণতি হবে কিনা? এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, ‘আমাদের দেশের প্রকল্প ও প্রস্তুতি সে রকম নয়। আমরা শ্রীলঙ্কাকে নিয়ে কোনো মন্তব্য করতে পারি না। তবে এটা নিয়ে আলোচনা আমরা দেখছি, শুনছি এবং কেয়ারফুলি অবজার্ভ করছি। বাট, উই শুড বি কেয়ারফুল।’

মন্ত্রী জানান, ‘কেউ কেউ সরাসরি শ্রীলঙ্কাকে বাংলাদেশে বসিয়ে রায় দেয়, এটা গ্রহণযোগ্য নয়। দুইটা দেশের ফান্ডামেন্টাল সম্পূর্ণ ভিন্ন কিসিমের, দুইটার গতিবিধি ভিন্ন কিসিমের।’ বলেন, ‘সরাসরি ওই দেশের অবস্থার ট্রান্সলেট করে এখানে বসিয়ে দেয়া হবে, এটা ঠিক নয়। তাদের অবস্থা দেখে বলা হবে আমরাও সেই পথে যাচ্ছি, এটা কোনোভাবেই ঠিক নয়। আই ডোন্ট থিংক দেয়ার ইজ এ রিজন টু ডাউট।’