মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫   আষাঢ় ১৬ ১৪৩২  

পেঁয়াজের বাজারে নৈরাজ্য

বিজ বার্তা

প্রকাশিত : ০৭:৪১ পিএম, ১ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

বিজবার্তা রিপোর্ট : থামেনি পেঁয়াজের বাজারের নৈরাজ্য। ৭০ থেকে ৮০ টাকার এক কেজি দেশি পেঁয়াজ এখন ১২০ টাকা। ভারতের রফতানি নিষেধাজ্ঞার পরই পাল্টে যায় চিত্র। দাম বাড়ানোর ক্ষেত্রে কলকাঠি নাড়ছে আমদানিকারক, আড়তদার, পাইকারী এবং খুচরা ব্যবসায়ী। 


গেল ২৯ সেপ্টেম্বর পেঁয়াজ রফতানি নিষিদ্ধের ঘোষনা দেয় ভারত। তার কয়েক ঘন্টার ব্যবধানে বাড়তে থাকে দাম। বলতে গেলে পাল্লা দিয়ে দাম বাড়ার ফলে চরম অস্বস্তিতে ক্রেতা। রাজধানীর সবচেয়ে বড় পেঁয়াজের পাইকারী বাজার শ্যামবাজার এবং কারওয়ান বাজারে গিয়ে দেখাযায়, পেঁয়াজের পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও বাড়িয়ে দেয়া হচ্ছে দাম। বিকল্প বাজার থেকে পেঁয়াজ আমদানি চিন্তা আছে, কিন্তু বিশাল চাহিদার বিপরীতে সেই উদ্যোগ কতোটা সফল হবে তা নিয়ে সংশয় আছে।