শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১  

১০০০-৫০০ টাকার নোট বাতিল হচ্ছে না: বাংলাদেশ ব্যাংক

বিজ বার্তা

প্রকাশিত : ০৭:৩৬ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে এক হাজার (১০০০) ও পাঁচশ (৫০০) টাকার নোট বাতিলের কোনো চিন্তাও নেই।

২৬ সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের গুজবের প্রেক্ষিতে এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদ মাধ্যমে ৫০০ ও ১০০০ টাকা মূল্যমানের নোট বাতিলের বিষয়ে কিছু বিভ্রান্তিকর ও মিথ্যা খবর ছাপানো হয়েছে। এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ জনমনে ভীতি সৃষ্টি করছে। ফলে দেশের মুদ্রা ব্যবস্থাপনার স্থিতিশীলতা নষ্ট হতে পারে। ৫০০ ও ১০০০ টাকা মূল্যমান নোট বাতিলের কোনো চিন্তা বাংলাদেশ ব্যাংকের নেই। বাংলাদেশ ব্যাংক এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি এবং সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংককে কোনো নির্দেশনাও দেয়া হয়নি।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২-এ প্রদত্ত ক্ষমতাবলে যেকোনো প্রকার নোট/মুদ্রা/কয়েন মুদ্রণ, ইস্যু কিংবা বাতিলের এখতিয়ার শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের ওপর ন্যস্ত করা হয়েছে। এ ধরনের সংবাদ পরিবেশন আইনের লঙ্ঘন। জনমনে বিভ্রান্তি সৃষ্টিকারী সংবাদ প্রকাশ না করতে গণমাধ্যমকে অনুরোধ জানানো হয়েছে।