শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১  

ঋণের এক অংকের সুদ হার চায় ডিসিসিআই

বিজবার্তা রিপোর্ট

বিজ বার্তা

প্রকাশিত : ০৭:০১ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

ঢাকা : ব্যাংক ঋণের সুদের হার এক অংকে নামিয়ে আনার তাগিদ দিয়েছে, ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, ডিসিসিআই। এক্ষেত্রে সার্বিক উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে পৃথক 'ব্যাংক কমিশন' গঠনেরও পরামর্শ দিয়েছে, ব্যবসায়ীদের এই বৃহৎ সংগঠন। সকালে, নতুন পরিচালনা পর্ষদের সংবাদ সম্মেলনে এমন দাবী তোলেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি ওসামা তাসীর।

ব্যবসায়ীরা বলেন, এক স্তরে নয়, বহু স্তর বিশিষ্ট ভ্যাট আইন কার্যকর করা দরকার। এক্ষেত্রে তিন স্তরের হার কার্যকর করা গেলে ব্যবসা বাণিজ্য আরও সম্প্রসারণ হবে। কর্পোরেট কর হার কমিয়ে আনার দাবী তুলে ব্যবসায়ীরা বলেন, ছাড় পেলে সেবামূলক কর্মকান্ডে ওই অর্থ বিনিয়োগ বাড়ানো সম্ভব হবে। গ্যাস, বিদ্যুৎ ও অবকাঠামো উন্নয়নে বন্ড মার্কেট শক্তিশালী করার পরামর্শ দেন তারা। পাশাপাশি গ্যাস বিদ্যুতের দাম না বাড়িয়ে সহনীয় রাখার দাবীও জানান। এছাড়া ব্যবসা-বাণিজ্য বান্ধব নীতি প্রণয়নে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার তাগিদ দেন তারা। দুই হাজার উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে কার্যক্রম চালিয়ে যাবার প্রতিশ্রুতি দিয়েছে ডিসিসিআই।

বিডা'র ওয়াস স্টপ সার্ভিস কার্যকর চেয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে জটিলতা থাকলে হতাশ হয় উদ্যোক্তা। এর ফলে ব্যবসা ব্যয় বাড়ে। যা তুলতে দীর্ঘ সময় দরকার। অবকাঠামোগত সংকট দূর করতে পদক্ষেপ নেবার তাগিদ দেয়া হয়। বলা হয়, জ্বালানী, বন্দর, ওয়্যার হাউস, বিদ্যুৎ সংকটের সুরাহা না হলে বিনিয়োগ বাড়বে না। এক্ষেত্রে পিপিপি উদ্যোগকে গুরুত্ব দিতে হবে।

ডিসিসিআই সভাপতি বলেন, জিডিপি অনুপাতে মোট বিনিয়োগের হার ৩১ দশমিক ২৩ ভাগ। এর মধ্যে সরকারি বিনিয়োগের হার ৭ ভাগ, এবং ব্যক্তিখাতের বিনিয়োগের পরিমাণ ২৩ দশমিক ২৬ ভাগ। তবে, লক্ষ্য অর্জনে আরও বেশি ব্যক্তিখাতের বিনিয়োগ বাড়াতে হবে। বিফ্রিং-এ ্আরও পস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওয়াকার আহমেদ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মরান আহমেদ প্রমূখ।