বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১১ ১৪৩১  

৫০০ কোটি টাকার বন্ড ছেড়েছে আশুগঞ্জ পাওয়ার কোম্পানি

বিজবার্তা রিপোর্ট

বিজ বার্তা

প্রকাশিত : ০২:১৩ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার

ঢাকা : প্রকল্পের জন্য নিজস্ব অর্থ যোগানে বাজারে ৫০০ কোটি টাকার বন্ড ছেড়েছে আশুগঞ্জ পাওয়ার কোম্পানি। এর মেয়াদ হবে ৭ বছর। প্রাইভেট প্লেসমেন্টের আওতায় প্রতিটি ইউনিটের ফেইস ভ্যালু ধরা হয়েছে ৫ হাজার টাকা। সকালে, কার্যক্রমের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বলা হয়, আশুগঞ্জ পাওয়ার কোম্পানির নতুন দুটি বড় প্রকল্পসহ অন্যান্য উদ্যোগ বাস্তবায়নে আগামি ৪ বছরে দরকার ৫ থেকে ৬ হাজার কোটি টাকা। ব্যয়ের চাপ কমাতে বিদেশি সহযোগীদের ঋণ না নিয়ে, পুঁজিবাজার থেকে নিজস্ব অর্থ যোগান করতে চায় সরকার। প্রাথমিক পর্যায়ে ইস্যু করা হবে ৫শ কোটি টাকার বন্ড। এ সময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, এ উদ্যোগ সফল হলে বিদেশি পুঁজিবাজারে শেয়ার ও বন্ড ছাড়তে পারবে বিদ্যুৎ কোম্পানিগুলো। চলতি বছরের এপ্রিলে আশুগঞ্জ পাওয়ারের বন্ড অনুমোদন দেয় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। কার্যক্রম তদারকি করবে আইসিবি ও ব্র্যাক ইপিএল। অর্থমন্ত্রী বলেন, বিদ্যুৎ খাত উন্নয়ন ধারাবাহিক উদ্যোগ নিয়েছে সরকার।