বুধবার   ২০ আগস্ট ২০২৫   ভাদ্র ৫ ১৪৩২  

রাজশাহীতে গমের বাম্পার উৎপাদন

বিজ বার্তা

প্রকাশিত : ১১:৩০ এএম, ১৪ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

বরেন্দ্র ভূমিসহ রাজশাহী অঞ্চলে চলতি মৌসুমে গমের বাম্পার উৎপাদন লক্ষণীয়। কৃষক ও কৃষিবিদসহ সংশ্লিষ্টরা এরূপ সম্ভাবনার কথা জানান। তারা বলেন, সময়মত বীজ বপন ও চলমান অনুকূল আবহাওয়া গমের ভালো ফলনের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব সৃষ্টি করছে।

আঞ্চলিক গম গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ইলিয়াস হোসেন বলেন,  চলতি মৌসুমে উন্নত জাতের বীজ উৎপাদনের জন্য বরেন্দ্র এলাকার কৃষকদের ২৫ হেক্টর জমিতে প্রজেকশন প্লট গড়ে তুলেছি। এর পাশাপাশি বিভিন্ন ধরনের প্রেরণামূলক প্রচারণা ও প্রশিক্ষণ কর্মসূচি চালানো হচ্ছে। কম সেচের ফসল হিসেবে গম উৎপাদনের জন্য আরো অধিক জমিতে গম চাষের ক্ষেত্রে বরেন্দ্র এলাকার কৃষকদের আরো বেশি আত্মবিশ্বাসী হতে দেখা যাচ্ছে।

তিনি বলেন, গম গবেষণা কেন্দ্র ২৪ প্রকার গম বাণিজ্যিকভাবে চাষের জন্য বাজারজাত করেছে। সম্প্রতি প্রদীপ, বিজয়, শতাব্দি ও বারিগম-২৬ সহ ছয় প্রকার গম বীজ ছাড়া হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতর রাজশাহী বিভাগের আটটি জেলায় এক লাখ ৭০ হাজার হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। কিন্তু এই অঞ্চলের কৃষকগণ এক লাখ ৭৮ হাজার হেক্টর জমিতে গম চাষ করেছেন।