রুগ্ন ব্যাংকের সঙ্গে কেন একীভূত হবে এসআইবিএল!
বিজবার্তা রিপোর্ট
বিজ বার্তা
প্রকাশিত : ০৭:৪১ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২৫ সোমবার

রুগ্ন একটি ব্যাংকের সঙ্গে সোস্যাল ইসলামী ব্যাংক একীভূত করতে চায় বাংলাদেশ ব্যাংক। এতে সংকটের সুরাহা হবে না। বরং আরও জটিল হবে পরিস্থিতি। এমন দাবি করেছেন এসআইবিএলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. মো. রেজাউল হক।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১৭ সালে ব্যাংকটির নিয়ন্ত্রণ চলে যায় অন্যের কাছে। মূলত তখন থেকেই সংকটের শুরু।
জানান, আগের পর্ষদ ভেঙ্গে নতুন করে চারজন স্বতন্ত্র পরিচালক ও ১ জন উদ্যোক্তা পরিচালক নিয়োগ দেয় সরকার। তবে, আগের পর্ষদ ভেঙ্গে নতুন এই সিদ্ধান্ত ব্যাংকটিকে আরও দুর্দশাগ্রস্ত করেছে।
পর্ষদে যাদের দায়িত্ব দেয়া হয়েছে, তাঁরা সবাই অনভিজ্ঞ। প্রকৃত উদ্যোক্তাদের কাছে ব্যাংকের নিয়ন্ত্রণ দিতে হবে। জানানো হয়, ব্যাংক একীভূত হলে আমানতকারীদের অর্থের সুরক্ষা হবে না।