শুক্রবার   ৩১ অক্টোবর ২০২৫   কার্তিক ১৫ ১৪৩২  

শুল্ক কমাতে বোয়িং!

বিজবার্তা রিপোর্ট

বিজ বার্তা

প্রকাশিত : ০৮:৫২ পিএম, ২৭ জুলাই ২০২৫ রোববার

যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনবে বাংলাদেশ। পাল্টা শুল্ক কমানোই উদ্দেশ্য।

 

রোববার সচিবালয়ে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, কিছু বিমান আগামী এক-দুই বছরের মধ্যে পাওয়া যাবে। জানান, বাংলাদেশ মোট ২৫টি বোয়িংয়ের ক্রয়াদেশ দিয়েছে। অন্য দেশও এমন ক্রয়াদেশ দিয়েছে। যেমন ভারত ও ভিয়েতনাম ১০০টি করে এবং ইন্দোনেশিয়া ৫০টি বোয়িং বিমান অর্ডার দিয়েছে।

 

পাল্টা শুল্ক নিয়ে তৃতীয় দফার আলোচনার জন্য বাংলাদেশের একটি প্রতিনিধিদল সোমবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরশু বৈঠক হবে। বাণিজ্য সটিব জানান, বিমান কেনা ছাড়াও যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির একটি চুক্তি সম্পন্ন হয়েছে।

 

সাংবাদিকদের বাণিজ্যসচিব বলেন, ওয়াশিংটনে দুই দফা সরাসরি এবং অনলাইনে আলোচনা হয়েছে। গেল ২৩ জুলাই অবস্থান পত্র যুক্তরাষ্ট্রকে পাঠানো হয়েছে। এরপর তাদের কাছে নতুন করে সময় চাওয়া হয়।

 

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কাছে সময় চাওয়ার পরিপ্রেক্ষিতে তাদের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) অফিস ২৯ ও ৩০ জুলাই সরাসরি বৈঠকের জন্য সময় দিয়েছে। ওই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বাণিজ্য উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা, বাণিজ্যসচিব উপস্থিত থাকবেন।

 

বাণিজ্য সচিব জানান, সরকারি ও বেসরকারি খাতে বছরে প্রায় ৯ মিলিয়ন টন গম আমদানি করা হয়। যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির একটি চুক্তি সম্পন্ন হয়েছে। এ ছাড়া বেসরকারি পর্যায়ে সয়াবিন ও তুলা আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।

 

গেল এপ্রিলে বাংলাদেশের জন্য ৩৭ শতাংশ পাল্টা শুল্ক ধার্য করে যুক্তরাষ্ট্র। তিন মাস পর জুলাইতে তা ২ শতাংশ কমিয়ে নির্ধারণ করা হয় ৩৫ শতাংশ। 

 

বাড়তি এই শুল্ক হার কমাতে নানামুখী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার। ১ আগষ্ট থেকে কার্যকর হবে নতুন শুল্ক হার।