শুক্রবার   ৩১ অক্টোবর ২০২৫   কার্তিক ১৫ ১৪৩২  

‘ব্যাংক ও কাস্টমসের ব্যর্থতায় অর্থপাচার’

বিজবার্তা রিপোর্ট

বিজ বার্তা

প্রকাশিত : ০৭:০৫ পিএম, ২৬ জুলাই ২০২৫ শনিবার

বাণিজ্যের আড়ালে দেশ থেকে অর্থপাচারে ব্যাংক ও কাস্টমসের ব্যর্থতাকে দায়ি করেছেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।

 

শনিবার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত কর ব্যবস্থাপনায় সংস্কারের মাধ্যমেই প্রত্যাশিত রাজস্ব আহরণ সম্ভববিষয়ক বিতর্ক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

 

জানান, অনেক সফটওয়্যার এবং ডাটা কালেক্টিভ এজেন্সি আছে, যার মাধ্যমে আন্তর্জাতিক বাজারে কোন পণ্যের কত দাম, তা খুব সহজেই জানা সম্ভব। আবার ব্যাংকগুলো এলসি (ঋণপত্র) খোলার সময় কত দামে এলসি খুলছে আর আন্তর্জাতিক বাজারে ওই পণ্যের দাম কত, একটু দেখে নিলেই তা জানতে পারে। কিন্তু অনেক ক্ষেত্রে তা যাচাই হয় না।

 

তিনি মনে করেন, ওভার ইনভয়েসিং ও আন্ডার ইনভয়েসিংয়ের ক্ষেত্রে ব্যাংক ও কাস্টমস বিভাগের তদারকিতে ব্যর্থতা আছে।

 

এনবিআর চেয়ারম্যান বলেন, রাজনৈতিক সদিচ্ছার প্রতিফলন সঠিকভাবে না হলে কর ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠা করা কঠিন। যে পরিমাণ কর আদায় হয় তার চেয়ে বেশি কর অব্যাহতি দেওয়া হয়। আমরা কর আইনগুলো সংশোধনের উদ্যোগ নিয়েছি।

 

বিতর্ক অনুষ্ঠানের সঞ্চালনা করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহামেদ চৌধুরী। অনুষ্ঠানে সংস্কারের পক্ষে সরকারি দল হিসেবে অংশ নেয় গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। বিপক্ষে বিরোধী দল হিসেবে অংশ নেয় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ।

 

বিচারকদের রায়ে সরকারি দল জয়লাভ করে। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, ড. শাকিলা জেসমিন, সাংবাদিক মাঈনুল আলম, সাংবাদিক দৌলত আক্তার মালা ও সাংবাদিক আবুল কাশেম। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।