শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১  

সংস্কার দেখতে ঢাকায় আইএমএফ কর্মকর্তা

বিজ বার্তা

প্রকাশিত : ০২:০৫ পিএম, ১৪ জানুয়ারি ২০২৩ শনিবার

আর্থিক খাতের সংস্কার উদ্যোগ পর্যবেক্ষণে (শনিবার) ঢাকায় আসছেন সংস্থাটির উপ-ব্যবস্থাপনা পরিচালক অ্যান্তইনেত মনসিও সায়েহ।

 

আন্তর্জাতিক মুদ্রা তহবিল, আইএমএফ থেকে পাওয়া যাবে ৪৫০ কোটি ডলারের ঋণ। কোন সমস্যা না হলে, আগামী ফেব্রুয়ারি মাসেই ঋণের প্রথম কিস্তির অর্থ পাবে সরকার।

 

মূলত ঋণের অর্থ ছাড় করার ক্ষেত্রে সংস্কার উদ্যোগ কতোটা এগুলো, তার চুলচেরা বিশ্লেষণ করবেন আইএমএফ-এর ডিএমডি।

 

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, সংস্কার উদ্যোগ বাস্তবায়ন করা গেলে আমাদেরই লাভ। তাই সেই পথে হাঁটছে সরকার।

 

ঋণদাতা সংস্থার এই উর্ধ্বতন কর্মকর্তা ঢাকায় এসে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, অর্থসচিব, বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া পদ্মাসেতু পরিদর্শনেও যাবেন এই সায়েহ।

 

সার্বিক দিক পর্যালোচনা করতে, গেল অক্টোবরে ঢাকায় আসে আইএমএফ-এর প্রতিনিধি দল। দুই সপ্তায় ঢাকায় অবস্থান করে দলটি আর্থিক খাতের সংস্কারের একধিক শর্ত জুড়ে দেয়। মুদ্রা ব্যবস্থাপনা, রাজস্ব খাত, আর্থিক খাতের সুশাসনসহ কয়েকটি দিক সামনে আসে।

 

ওই সফরের দুই মাসের মাথায় আবারও আসছে সংস্থাটির উপ ব্যবস্থাপনা পরিচালক, অ্যান্তইনেত মনসিও সায়েহ। আগামী ১৪ থেকে ১৮ জানুয়ারি- ৫দিন ঢাকায়, অবস্থান করে ঋণ শর্ত পরিপালনের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করবেন তিনি।

 

সবকিছু ঠিক থাকলে ৬টি কিস্তিতে মিলবে ৪৫০ কোটি ডলারের ঋণের অর্থ। প্রথম কিস্তি ছাড় হবে আগামী মাসে। যার পরিমাণ ৪৫ কোটি ৪৫ লাখ ডলার।

 

সিপিডির সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমানবলেন, অভ্যন্তরীণ নানা খাতে দৃশ্যমান উন্নতি দরকার। বলা হচ্ছে ক্রমান্বয়ে কমছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ।

 

সহসায় আমদানি ব্যয় কমার তেমন লক্ষণ নেই। ফলে আর্থিক খাতের কিছুটা স্বস্তি দিতে বিদেশি সহায়তার বিকল্প নেই।